সোমবার, ২১ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

বাঁশখালীতে পুকুরিয়া স্পোর্টিং ক্লাব শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল সম্পন্ন

মোঃ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের বাঁশখালীর পশ্চিম পুকুরিয়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। উক্ত ফাইনাল খেলায় পশ্চিম পুকুরিয়া স্ট্রাইকার্স দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে দ্যা ক্রিকেট গ্লাডিয়েটর্স দল।

শুক্রবার (৭ মার্চ) বিকাল ৪ টায় পশ্চিম পুকুরিয়া ৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির শাহাদাত হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে খেলায় উপস্থিত থেকে চ্যাম্পিয়ান ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন, পরে তিনি চাঁদপুর সওদাগর পাড়া ঐক্য পরিষদ এর ইফতার মাহফিলে যোগদান করেন।

মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুকুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসম্পাদক মোঃ আল ইমরান, উপজেলা যুবদল নেতা মোঃ মুহি উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসম্পাদক ও বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, ইউপি সদস্য ফরিদ আহমদ, গিয়াস উদ্দিন হিরু, রেজাউল করিম, রিজওয়ানুল করীম।

খেলা শেষে অতিথিদের হাত থেকে রানারআপ ট্রফি ও ৫ হাজার টাকা প্রাইজমানি গ্রহণ করেন পশ্চিম পুকুরিয়া স্ট্রাইকার্স দল এবং চ্যাম্পিয়ান ট্রফি ও ১০ হাজার টাকা প্রাইজমানি পুরস্কার গ্রহণ করেন দ্যা ক্রিকেট গ্লাডিয়েটর্স দল। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মুসলিম উদ্দিন, মোবারক হোসেন এবং মামুনুর রশীদ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ