বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

দোহাজারী সড়ক দুর্ঘটনায় নিহতদের সঠিক বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মো. জিয়া উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের সঠিক বিচারের দাবিতে ৬ দফা দাবি নিয়ে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বাদে জুমা দোহাজারী সদরে মানববন্ধন শেষে সাধারণ শিক্ষার্থীরা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানান। এই সময় তারা তাদের ৬ দফা দাবি উত্তোলন করেন। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মোহাম্মদ আকিব। তিনি বলেন, ১ সপ্তাহের মধ্যে দোহাজারীকে যানজট মুক্ত করতে সড়কে অবৈধ ভাসমান ব্যবসায়ীদের উচ্ছেদ করতে হবে। দোহাজারী সদরে ফ্রুট ওভার ব্রিজ, স্পীড ব্রেকার স্থাপন করতে হবে, চালক ও পথচারীদের সচেতনতা সৃষ্টি করতে হবে। সড়ক দখল ও চাঁদাবাজ মুক্ত ও ট্রাফিক সংখ্যা বৃদ্ধি করতে হবে। আগামী ১ সপ্তাহের মধ্যে তাদের দাবি আদায় না হলে দক্ষিণ চট্টগ্রামে যানবাহন চলাচল বন্ধসহ বৃহত্তর কর্মসূচী ঘোষণা করবেন বলে জানান। চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌর প্রশাসক ডিপ্লোমেসি চাকমা বলেছেন, দোহাজারী পৌরসভার পক্ষ থেকে সড়কে কোনো ধরনের অবৈধ ভাসমান দোকান বসতে দেয়া হবে না। যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। দোহাজারীতে যানজট নিরসনে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ