মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

দোহাজারীতে সড়কের উপর বাজার ইজারা দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চন্দনাইশ

চন্দনাইশ দোহাজারীতে সড়কের উপর বাজার ইজারার অভিযোগ করেছে স্থানীয় জনসাধারণ।

গত সোমবার দোহাজারী পৌর মেয়র  বরাবরে এ অভিযোগ করে স্থানীয়ারা। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ ফেব্রুয়ারি তারিখে প্রকাশিত স্বারক নং- দোহা:/পৌর:/চন্দ:/২০২৪ “হাট বাজার/ সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা স্ট্যান্ড ইজারা বিজ্ঞপ্তি/১৪৩১” এর ক্যালেন্ডারভুক্ত হাট বাজার সমূহের ক্রমিক নং- ৫ এর “কৃষক পাইকারি সবজি বাজার” স্টেশন রোড় দোহাজারী, নামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দোহাজারী পৌরসভা।

রাস্তাটি দিয়ে পৌরসভার ৬,৭,৮,৯ নং ওয়ার্ডের ৫০ হাজার মানুষ চলাচল সহ পার্শ্ববর্তী ইউনিয়ন ধোপাছড়ি, বাজালিয়া, পুরানগড়ের মানুষের দোহাজারীর সাথে যাতায়তের একমাত্র রাস্তা এটি। উক্ত রাস্তা  দিয়ে  চট্টগ্রাম-বান্দরবনের নতুন সংযোগ সড়ক তৈরী করার লক্ষ্য দোহাজারী চৌকিদার পাড়ি সাঙ্গু নদীতে ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার ।যার সংযোগ স্থল হচ্ছে দোহাজারী স্টেশন রোড়।   এহার জরিপ  শেষে  একনেকে বাজেট পাশ হয়েছে।

এ রকম ব্যস্থতম সড়কের উপর দোহাজারী পৌরসভা “কৃষকের পাইকারি কাচা বাজার” ইজারার ডাক দেওয়ার  কারণে সকালবেলা রাস্তা দিয়ে সাধারণ মানুষের যাতায়ত প্রায় বন্ধ হয়ে যাবে। এতে সকালবেলা প্রতিদিন লক্ষাধিক  স্কুল, কলেজ এবং অফিসগামী সহ সাধারণ মানুষের চরম দুর্ভোগ এবং ভোগান্তির শিকার হব।

এই বিষয়ে দোহাজারী পৌর মেয়র লোকমান হাকিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে  ফোন না ধরায়  বক্তব্য নেয়া  সম্ভব হয়নি।

পরে পৌর প্রশাসক শামসুদ্দিনকে ফোন দিলে সে কথা না বলে কাউন্সিলর শাহ আলম’কে ফোনটা দিয়ে দিলে কাউন্সিলর বলেন তারা বাজার বসাবে  সাঙ্গু নদী সংলগ্ন নদীর পাড়ের রাস্তায়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ