বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

দোয়েল এক্সপ্রেস ও হানিফ পরিবহনের সংঘর্ষ, আহতদের চমেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুই চালকসহ আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী দোয়েল এক্সপ্রেস স্লিপার এসি বাস (নম্বর- ঢাকা মেট্রো ব-১২-১৯৮৮) ঘটনাস্থলে পৌঁছালে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী হানিফ পরিবহনের বাসের (নম্বর- ঢাকা মেট্রো ব-১৪-২১৩১) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দোয়েল এক্সপ্রেসের চালক সুমন এবং হানিফ পরিবহনের চালক জসিম গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

দোহাজারী হাইওয়ে থানার এসআই মোহাম্মদ আবদুল মতিন বলেন, ‘গাছবাড়িয়া এলাকায় ভোরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলো দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।’

 

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ