স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। তিনি আরো জানান, বর্তমানে রাষ্ট্রের এসব সমস্যার সমাধানে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। তাই সংস্কারে জনগণের মতামত, সহযোগিতা এবং সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২৫ ডিসেম্বর, বুধবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং দুস্থদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, “আপনারা জানেন সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং তাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। তারা যে প্রস্তাবনা উপস্থাপন করবে তা সরকারকে প্রদান করবে এবং সরকার স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সংস্কার কার্যক্রমে এগিয়ে যাবে।” তিনি আরও বলেন, “আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের মতামত, সহযোগিতা ও সমর্থন দিয়ে স্বাধীনতার বিরল সুযোগটি কাজে লাগান।”