বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনা ও পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে

অনলাইন ডেস্ক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন—এমন অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধানে নেমেছে। এই অনুসন্ধান চলবে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধে।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নিশ্চিত করেছেন যে, দুদক প্রধান কার্যালয় থেকে এই অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের ১৩/এ ধারার ক্ষমতাবলে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নং রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দুদক এই বিষয়ে অনুসন্ধান শুরু করেছে।

এর আগে, গত ২২ ডিসেম্বর শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছিল। এছাড়াও, শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি টিম গঠন করেছে কমিশন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ