বুধবার, ১৪ মে ২০২৫
spot_img
শিরোনাম

দুবাইয়ে রাস-আল-খাইমাহ চেম্বারের চেয়ারম্যানের সঙ্গে কনসাল জেনারেলের সাক্ষাৎ

মোঃ ওসমান চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি।

দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান গত সোমবার, ১২ মে ২০২৫ তারিখে সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমাহ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান মোহাম্মেদ আলী আল নুয়াইমির সঙ্গে দ্বিপাক্ষিক ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ প্রসারের লক্ষ্যে সাক্ষাৎ করেন।

চেয়ারম্যান মোহাম্মেদ আলী আল নুয়াইমি কনসাল জেনারেলকে স্বাগত জানান এবং আমিরাতের উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন। তিনি বাংলাদেশ ও রাস-আল-খাইমাহ-র ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে নিবিড় যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে তার চেম্বারের সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরও জানান, রাস-আল-খাইমাহ-তে ব্যবসা পরিচালনার বিপুল সম্ভাবনা রয়েছে এবং আমিরাতে অনুষ্ঠিত বিভিন্ন ট্রেড ফেয়ার ও ব্যবসায়ী সম্মেলনে বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকারের গৃহীত বিনিয়োগবান্ধব পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি সিরামিক শিল্প, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, পাটশিল্প, কৃষিজাত পণ্য ও হালাল মাংস প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে আমিরাতি বিনিয়োগের আহ্বান জানান।

এ সময় কনসাল জেনারেল চেয়ারম্যান নুয়াইমিকে তার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং রাস-আল-খাইমাহ-তে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সহায়তায় চেম্বারের সহযোগিতা কামনা করেন।

রাস-আল-খাইমাহ চেম্বার ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন—চেম্বারের অ্যাক্টিং ডিরেক্টর জেনারেল ড. আহমেদ রাশেদ আলশেমেইতি, সিনিয়র ইকোনমিস্ট আসেম বানি ফারেস, বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার এবং প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ