বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

দীঘিনালয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

ত্রিপন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা দীঘিনালা উপজেলা লারমা স্কয়ারে পুড়ে যাওয়া দোকানপাট ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

দীঘিনালার লারমা স্কয়ারে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। এতে মুদি দোকান, কাপড়ের দোকান, ফার্মেসি, মোবাইল রিচার্জের দোকানসহ আনুমানিক ১২টি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গিয়ে ছাই হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০-৪০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ব্যবসা সমিতির পক্ষ থেকে জানানো হয় ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের তালিকা করা হচ্ছে।

পরবর্তীতে পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি পক্ষ থেকেও সহায়তার আশ্বাস দেন।

পরে চেয়ারম্যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। এসময় রোগীরা চিকিৎসক সংকট ও জনবল ঘাটতির কারণে স্বাস্থ্যসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক শহিদুল ইসলাম সুমনকে নতুন ভবনের নির্মাণকাজ তদারকি ও তদন্ত করার নির্দেশনা দেওয়া হয়। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ভবনটি দ্রুত উদ্বোধনের মাধ্যমে রোগীদের উন্নত সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও প্রাথমিক শিক্ষা বিভাগের আহ্বায়ক প্রফেসর আবদুল লতিফ, জেলা পরিষদের সদস্য ও হর্টিকালচার বিভাগের আহ্বায়ক ধনেশ্বর ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় চাকমা, স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা এবং দীঘিনালা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, স্থানীয় এলাকাবাসী ও নেতৃবৃন্দ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ