বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব

অনলাইন ডেস্ক

সীমান্তের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র দফতরে ডাকার একদিন পরেই দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। আজ সোমবার (১৩ জানুয়ারি) ভারতের বিভিন্ন গণমাধ্যম, যেমন এএনআই এবং এনডিটিভি, এ তথ্য জানায়।

বৈঠক শেষে দুপুরে দিল্লির সাউথ ব্লক থেকে উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে বের হতে দেখা যায়।

এর আগে, বাংলাদেশ সীমান্তে নির্দিষ্ট পাঁচটি স্থানে বেড়া দেয়ার চেষ্টার অভিযোগে গতকাল রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। বিকেল ৩টার দিকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন এবং সেখানে পররাষ্ট্রসচিব জসিম উদ্দিনের সঙ্গে প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক করেন।

পরবর্তীতে সোমবার দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বাংলাদেশ-ভারতের ৪,১৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে ভারতীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে ৩,২৭১ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করেছে। তবে এখনো ৮৮৫ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ বাকি রয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ