বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

দরিদ্র ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করলো জামায়াতে ইসলামী

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি-২ আসনের মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা সেক্রেটারি জনাব ইউসুফ বিন সিরাজ, অফিস সম্পাদক আবু জাফর, ফটিকছড়ি পৌরসভা সভাপতি জিয়াউল হক রুবেল, শ্রমিক কল্যাণ কোষাধক্ষ মো. রিপন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এতে এলাকার অসহায় ও দুস্থ মানুষ উপকৃত হন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ