শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

দক্ষিণ রাউজান আদ্যাপীঠের বার্ষিক মহোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান চট্টগ্রাম

বিশ্ববন্দনীয় মাতৃসাধক শ্রীমৎ অন্নদা ঠাকুরের ১৩৪তম আবির্ভাব ও বার্ষিক মহোৎসব উদযাপন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিসভা গত ২২ নভেম্বর শুক্রবার রাউজান আদ্যাপীঠস্থ গীতা ভবনে অনুষ্ঠিত হয়।

আদ্যাপীঠ ট্রাষ্টি সমাজহিতৈষী বরুণ মজুমদারের সভাপতিত্বে ও ট্রাষ্টি কাঞ্চন তালুকদারের সঞ্চালনে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় আসন্ন মহোৎসবকে সুচারুভাবে সুসম্পন্ন করার নিমিত্তে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী আশুতোষ চক্রবর্তী,সাধারণ সম্পাদক শ্রী সজল কান্তি কর,কর্মকর্তা অনিল কান্তি বিশ্বাস,কাজল কান্তি কর, প্রদীপ চৌধুরী,সমাজকর্মী শিবু খাস্তগীর,ধর্মতত্ত্ববিদ্ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডাঃ শ্রী সুপণ বিশ্বাস শঙ্করেশ প্রমুখ।

সভায় আগামী ১২,১৩,১৪ও ১৫ ডিসেম্বর রোজ বৃহস্পতি,শুক্র,শনি ও রবিবার চার দিনব্যাপী নগরকীর্তন,গীতাপাঠ,চণ্ডীপাঠ,
ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান,শুভ অধিবাস ও ষোড়শ প্রহরব্যাপী ভুবন মঙ্গল শ্রীশ্রীহরিনাম সংকীর্ত্তন সহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে সজ্জিত বার্ষিক মহোৎসবকে সকলের সম্মিলিত অংশগ্রহণ ও সৌষ্ঠব সহযোগিতার মধ্যে দিয়ে সুসম্পন্ন করার প্রত্যয় করেন। উক্ত প্রস্তুত সভায় উত্তর গুজরা মাতৃ সেবা সংঘ ও একতা সংঘ সহ স্থানীয় বহু সংগঠের নেতৃবৃন্দ অংশগ্রহণ মধ্যে দিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ