দক্ষিণ রাউজান গশ্চি দাশপাড়া আগমনী সংঘের উদ্যোগে সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ মন্দিরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিকালদর্শী পূর্ণব্রহ্ম, শিবকল্প মহাযোগী শ্রীশ্রী লোকনাথ বাবার ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে মহতী ধর্মসভা, সংগীতানুষ্ঠান, দীক্ষাদান, অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন ও কৃষ্ণ লীলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
৩০ ও ৩১ জানুয়ারি বৃহস্পতি ও শুক্রবার গশ্চি দাশপাড়া সার্বজনীন শ্রীশ্রী দুর্গা ও শ্রীশ্রী লোকনাথ মন্দির প্রাঙ্গণে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব শ্রী মাখন লাল দাশ এবং সুব্রত বিশ্বাস। রাসেল দাশ ও পুষ্পিতা দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী প্রিয়ব্রত বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন রিমি দাশ, প্রান্তি বিশ্বাস, অনি দাশ, প্রতীক দাশ (বিরু), শুভ দাশ, রাজ দাশ, তপু দাশ, প্রার্থ বিশ্বাস, জিকু দাশ, প্রিতম দাশ, প্রান্তি বিশ্বাসসহ আরও অনেকে।
গশ্চি আগমনী সংঘ গীতা শিক্ষালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সন্ধ্যা থেকে শুরু হয় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর গানে গানে মঞ্চ মাতান চ্যানেল আই ‘ক্ষুদে গানরাজ’ এর ২য় রানারআপ ঐশী চৌধুরী।
রাত ৮টায় মহানাম সংকীর্তনের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। এতে পৌরহিত্য করেন ডুল্লাপাড়া শ্রীশ্রী রাধামুকুন্দ সেনাকুঞ্জের অধ্যক্ষ শ্রী ঠাকুর নরোত্তম দাস বাবাজী।
অষ্টপ্রহরব্যাপী মহোৎসবে মহানাম যজ্ঞ সংকীর্তন পরিবেশন করেন দয়াল ঠাকুর সম্প্রদায়, রাম লোকনাথ সম্প্রদায়, গৌরি গোবিন্দ সম্প্রদায় ও নব-গোপাল সম্প্রদায়।
উক্ত মহতী অষ্টপ্রহরব্যাপী মহোৎসবে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্ত নর-নারী সমবেত হন।