শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

থানার সামনে টিকটক ভিডিও শেয়ার, শিউলী খাতুনকে গ্রেপ্তার করল পুলিশ

অনলাইন ডেস্ক

নাটোরের বড়াইগ্রাম থানা চত্বরে নেচে-গেয়ে টিকটক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করায় শিউলী খাতুন নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গতকাল সোমবার রাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে এবং আজ মঙ্গলবার আদালতে পাঠায়।

শিউলী খাতুন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং বড়াইগ্রাম পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সম্প্রতি শিউলী খাতুন থানার মূল ভবনের গেটের সামনে অজ্ঞাতভাবে একটি টিকটক ভিডিও ধারণ করেন। এরপর সেই ভিডিও তিনি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ওসি আরও জানান, থানার সামনে এ ধরনের ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার পর বিভিন্ন স্তরের মানুষ ক্ষোভ প্রকাশ করতে থাকে। অসংখ্য মানুষ ভিডিওটি শেয়ার করে শিউলীকে গ্রেপ্তারের দাবি জানান। এ ঘটনায় সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ