বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

তেল আবিবে হুতিদের পাল্টা হামলা, বিমান চলাচল বন্ধের দাবি

অনলাইন ডেস্ক

ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি একটি বিমান হামলা চালিয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৭ ডিসেম্বর) বেন গুরিয়ন বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, হুতি গোষ্ঠী হাইপারসনিক মিসাইল ব্যবহার করে এই হামলা চালায়। ইয়াহিয়া সারি জানান, হামলাটি সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে, যার ফলে হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমানবন্দর কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

এদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। শহরের বাসিন্দারা বিস্ফোরণের বিকট শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।

হুতিদের দাবি, এই হামলা ইয়েমেনের সানার আন্তর্জাতিক বিমানবন্দর এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার পাল্টা প্রতিক্রিয়া। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের ওপর হুতিদের ক্রমাগত হামলার ফলে দেশটির নিরাপত্তা ব্যবস্থা চাপে রয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ