রবিবার, ১১ মে ২০২৫
spot_img
শিরোনাম

তীব্র তাপপ্রবাহ অব্যাহত, স্বস্তি নেই আগামীকালও

অনলাইন ডেস্ক

চলতি মে মাসে বৃহস্পতিবার থেকে দেশের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে এবং শুক্রবার তা অসহনীয় পর্যায়ে পৌঁছে যায়। একই অবস্থা বজায় থাকে শনিবারেও। আবহাওয়া অধিদফতরের বুলেটিন অনুযায়ী, এ ধরনের তাপমাত্রা আগামীকাল রোববার (১১ মে) পর্যন্ত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ তাপপ্রবাহ সতর্কবার্তায় জানানো হয়েছে, দেশের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু ও মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও তা তীব্র আকারে রূপ নিতে পারে।

আজ শনিবার (১০ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এর পাশাপাশি, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্ট অংশ এবং রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ