বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

তীব্র তাপপ্রবাহে পথচারীদের মাঝে রাউজানের যুবলীগের ফলমূল ও ছাতা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রাউজান

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশনায় চট্টগ্রামের রাউজানে পথচারীদের মাঝে ফলমূল ও শরবত বিতরণ এবং ছাত্র, কৃষক ও শ্রমিকের মাঝে ছাতা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৩০ এপ্রিল মঙ্গলবার  বেলা ১১ টায় উপজেলার মুন্সিরঘাটা চত্বরে রাউজান উপজেলা আওয়ামী যুব লীগের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

উপজেলা যুবলীগের সভাপতি, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ এর  সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।শুভেচ্ছা বক্তব্য উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,  সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খানসহ উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে পথচারীদের মাঝে ফলমূল ও শরবত এবং ছাত্র, কৃষক ও শ্রমিকের মাঝে ছাতা বিতরণ করা হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ