বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
spot_img
শিরোনাম

তিন রাফাল, একটি ড্রোনসহ ভারতের পাঁচ যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি

অনলাইন ডেস্ক

ভারতের বিরুদ্ধে পাল্টা আকাশ প্রতিরক্ষায় শক্ত অবস্থান নিয়েছে পাকিস্তান। বুধবার (৭ মে) পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, দেশটির প্রতিরক্ষা বাহিনী এখন পর্যন্ত ভারতের পাঁচটি যুদ্ধবিমান এবং একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

ভূপাতিত হওয়া আকাশযানগুলোর মধ্যে রয়েছে— তিনটি রাফাল, একটি এসইউ-৩০, একটি মিগ-২৯ এবং একটি হেরন ড্রোন। এসব তথ্য নিশ্চিত করেছেন চৌধুরী বার্তা সংস্থা রয়টার্সকে।

রয়টার্স আরও জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় সরকারের অন্তত চারটি পৃথক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

এই দাবি এমন সময় এল, যখন ভারত জানিয়েছে, তারা পাকিস্তানের নয়টি স্থানে ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের প্রতিক্রিয়া সামনে এল।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ