বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

তিনটি হলিডে মার্কেট করছে চসিক পুনর্বাসন করা হবে হকারদের

নিজস্ব প্রতিবেদক

নগরের রেল স্টেশন, বায়েজিদ বোস্তামী ও আগ্রাবাদ এলাকায় পৃথক তিনটি হলিডে মার্কেট করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

সেখানে পুনর্বাসন করা হবে সড়ক ও ফুটপাত থেকে উচ্ছেদকৃত হকারদের। এর মধ্যে দুটো জায়গা বরাদ্দ চেয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার ও গণপূর্ত বিভাগ চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে আনুষ্ঠানিক পত্র দিয়েছে চসিক। চালুর পর প্রতি বৃহস্পতিবার বিকেলে এবং শুক্রবার ও শনিবার পুরোদিন হলিডে মার্কেটে ব্যবসা করার সুযোগ পাবে হকাররা। এক্ষেত্রে হকার্স সংগঠন থেকে হকারদের তালিকা সংগ্রহ করবে চসিক।

জানা গেছে, ৮ ফেব্রুয়ারি কোতোয়ালী থানার আমতল থেকে নিউমার্কেট হয়ে ফলমণ্ডি পর্যন্ত অবৈধ হকার উচ্ছেদে অভিযান চালায় চসিক। ওইদিন সাড়ে চার হাজার হকার উচ্ছেদ করা হয়। অভিযানে হামলা ও হকার–পুলিশ সংঘর্ষের ঘটনাও ঘটে। এরপর আগ্রাবাদ, বহাদ্দারহাটসহ আরো কয়েকটি স্পটে উচ্ছেদ অভিযান চালায় চসিক। এ অভিযানকে স্বাগত জানায় সাধারণ মানুষ। অভিযানের সমর্থনে মিছিল ও মানবন্ধনও হয়েছে। তবে হকাররাও উচ্ছেদের প্রতিবাদ ও পুর্নবাসনের দাবিতে নানা কর্মসূচি পালন করে। তবে মেয়র ফুটপাত থেকে হকার উচ্ছেদের অনড়। একইসঙ্গে মানবিক বিবেচনায় হকার পুনর্বাসনের উদ্যোগ নেন। এর অংশ হিসেবে তিনটি হলিডে মার্কেটের উদ্যোগ নেয়া হয়। এ বিষয়ে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী আজাদীকে বলেন, কোটি কেটি টাকা খরচ করে আমরা ফুটপাত করছি, সেটা আরেকজন দখল করবে তা হতে পারে না। বিপুল অংকের টাকা খরচ করে নির্মাণ করা ফুটপাত দিয়ে হেঁটে আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারবে না, মহিলারা নিরাপদে হাঁটতে পারবে না তা মেনে নেয়া যায় না। তাই ফুটপাতে কোনো হকার বসতে দিব না। সমগ্র চট্টগ্রামে ফুটপাত মানুষের হাঁটার উপযোগী করে তুলব। একইসঙ্গে মানবিক বিবেচনায় হকারদের জন্য আমরা হলিডে মার্কেট করে দেব।

তারা সেখানে বৃহস্পতিবার বিকেল ৫টার পর থেকে থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার নিভর ব্যবসা করতে পারবে। এতে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবে না আবার সাধারণ মানুষও ফুটপাতে নিরাপদে চলতে পারবেন।

হলিডে মার্কেটের সম্ভাব্য স্থান :

আগ্রাবাদ এলাকাগুলোর জন্য জাম্বুরি পার্কের চারপাশে একটি হলিডে মার্কেট করা হবে। এছাড়া গণপূর্ত বিভাগের মালিকানাধীন বায়েজিদ বোস্তামী পার্ক সংলগ্ন গণপূর্ত কারখানা উপবিভাগ ও মেকানিক্যাল ওয়ার্কশপ কাম

গোডাউন এর ৩ দশমিক ২০ একর জমিতে একটি হলিডে মার্কেট করার জন্য বাছাই করেছে চসিক। জায়গাটি বরাদ্দ চেয়ে গতকাল সোমবার গণপূর্ত বিভাগ চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছে চসিক।

বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন চট্টগ্রাম নতুন রেল স্টেশনের পূর্ব পাশে পার্কিং এর খালি জায়গায় আরেকটি হালিডে মার্কেট করা হবে। অস্থায়ী ভিত্তিতে জায়গাটি সপ্তাহে দুইদিনের জন্য বরাদ্দ চেয়ে গত বৃহস্পতিবার রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজারকে চিঠি দেয়া হয়েছে। চিঠি দুঠো পাঠানোর বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।

গণপূর্তে দেয়া চিঠিতে বলা হয়, ২নং গেইট হতে বায়েজিদ বোস্তামী সড়কের অঙিজেন মোড় পর্যন্ত যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার জন্য দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সিটি মেয়র হকার উচ্ছেদ করে জনগণের জন্য ফুটপাত ও যান চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত রাখার পরিকল্পনা গ্রহণ করেন। বায়েজিদ বোস্তামী সড়কের বিভিন্ন অংশ বিশেষ করে পলিটেকনিক রোড, টেঙটাইল মোড়, শেরশাহ, বায়েজিদ বাজার ও অঙিজেন মোড় এলাকার হকারগুলো উচ্ছেদ করে জন ও যান চলাচল নির্বিঘ্নকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

রেলওয়েতে দেয়া চিঠিতে বলা হয়, নিউ মার্কেট ও রেল স্টেশন এলাকার যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার জন্য দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সিটি মেয়র উদ্যোগ গ্রহণ করে ইতোমধ্যে আলকরণ, কোতোয়ালী, নিউ মার্কেট আমতল ও নতুন ও পুরাতন রেল স্টেশন এলাকার প্রায় তিন–চার হাজার হকারকে চলাচলের রাস্তা ও ফুটপাত হতে উচ্ছেদ করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক ও পুলিশের পক্ষ হতে উচ্ছেদকৃত স্থানে যাতে পুনরায় হকার বসতে না পারে তার জন্য তদারকির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিষয় বিবেচনা করে তাদের দাবির প্রেক্ষিতে সাপ্তাহিক দুইদিন (শুক্রবার ও শনিবার) সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে হলিডে মার্কেট স্থাপনের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বাংলাদেশ রেলওয়ের যৌথ উদ্যোগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে খালি পার্কিং এর জায়গাটি বিশেষভাবে প্রয়োজন। জাতীয় সংসদের রেলপথ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সাথে এ বিষয়ে আলাপকালে তিনি সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

চসিকের উচ্ছেদ অভিযানের সমন্বয়কারী ও চসিক মেয়রের পিএস মুহাম্মদ আবুল হাশেম আজাদীকে তিনি বলেন, হকারদের উচ্ছেদের পাশাপাশি তাদের প্রতি মানবিক দৃষ্টি আমাদের আছে। যার কারণে মেয়র মহোদয় রেলওয়ে, হাউজিং কর্তৃপক্ষ ও গণপূর্ত বিভাগের সাথে ইতোমধ্যে কথা বলে হলিডে মার্কেটের উদ্যোগ নিয়েছেন। আমরা চাই, মানুষ ফুটপাতে নির্বিঘ্নে হাঁটুক, আবার হকাররাও তাদের জীবিকা অর্জনের সুযোগ পাক।

চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের সভাপতি মীরন হোসেন মিলন সংবাদ মাধ্যমকে বলেন, সাধারণ হকারদের হলিডে মার্কেট নিয়ে আগ্রহ নেই। তাছাড়া সিটি কর্র্পোরেশন বা প্রশাসনের পক্ষ থেকে হকার নেতাদের সঙ্গেও এ বিষয়ে কোনো আলাপআলোচনা হয়নি। আমাদের সঙ্গে আলাপ করবেই বা কী করে, আমাদের তো মিথ্যা অভিযোগে মামলা দিয়ে আসামি করেছেন। হকারদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করলে আমরা আলোচনায় বসব।

এ হকার নেতা বলেন, জহুর হকার্স মার্কেট বহুতল ভবন করে সেখানে দুইটা ফ্লোর হকারদের বরাদ্দ দিতে পারে। আবার নিউমার্কেট থেকে আমতল পর্যন্ত ফুটওভার ব্রিজের মত করে সেখানে হকারদের বসতে দিতে পারে। এভাবে পুনর্বাসন করলে হকাররা আর ফুটপাতে বসবে না।

নগরে হকার কত :

২০১৭ সালের জুন মাস থেকে দুই দফায় ৮ হাজার ৫৯৯ জন হকারের একটি তালিকা করেছিল চসিক। তবে বাস্তবে ফুটপাত দখল করে ব্যবসা করা হকারের সংখ্যা আরো বেশি। হকারদের সাথে কথা বলে জানা গেছে, নগরে ২২টি হকার্স সংগঠন এবং ১ সমন্বিত সংগঠন মিলিয়ে ২৩ সংগঠনের মাধ্যমে তারা ব্যবসা করে আসছেন। হকার্স সংগঠনের সমন্বয় করে চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশন, যার সদস্য সংখ্যা ২৪ হাজার। এর মধ্যে শুধু চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সদস্য সংখ্যা ১১ হাজার।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ