রবিবার, ৩১ আগস্ট ২০২৫
spot_img
শিরোনাম

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুরের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিমের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ইসলামপুর তৈয়্যবিয়া তাহেরিয়া ছত্তারিয়া সুন্নিয়া মাদ্রাসার মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন নেতৃবৃন্দ।

পরে মাদ্রাসা হলে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মুহাম্মদ ইসমাঈল তালুকদার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মুহাম্মদ হাছান, ছাত্রদলের শাকিল, যুবদলের গিয়াস উদ্দিন, দিদারুল আলম, মুহাম্মদ বেলাল প্রমুখ।

সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিম বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বৃক্ষরোপণ মাটি ও পানি ব্যবস্থাপনার উন্নতি ঘটায় এবং বায়ুদূষণ কমাতে সহায়তা করে। দলের নির্দেশনা অনুযায়ী আমি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। ইসলামপুরের সব শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হবে। দলের নেতাকর্মীদের বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়ার জন্য আহ্বান জানাই।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ