বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৩নং ইসলামপুর ও ১নং রাজানগর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকালে উপজেলার ঐতিহ্যবাহী রানীরহাট বাজারে দোকানদার এবং সাধারণ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাইমন, রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ ইমরান আদর, ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সদস্য মোহাম্মদ সাকিব জাবেদ, ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য মোহাম্মদ আরফাত, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ ফাহিম এবং রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সদস্য মোহাম্মদ সুমন প্রমুখ।