মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

তানহা হত্যার প্রতিবাদে উত্তাল উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের বিজ্ঞানের মেধাবী ছাত্রী উম্মে হাবিবা তানহা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ১৬ এপ্রিল সকাল ১১টায় বিদ্যালয়ের সামনে ২০২২ শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বিদ্যালয় ফটক থেকে শুরু হয়ে ধামাইরহাট প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, তানহা একজন মেধাবী ছাত্রী ছিলেন। তিনি কখনো আত্মহত্যা করতে পারেন না। খুনিরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তানহা হত্যার সুষ্ঠু বিচার দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করা হয়েছে। বক্তারা বলেন, তানহার খুনের মূল রহস্য উদঘাটন করে প্রকৃত খুনিদের চিহ্নিত করে তাদের ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, গত সোমবার সকাল ৯টায় উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাদেকের পাড়া হাজী জেবল হোসেনের বাড়ি থেকে এই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। উম্মে হাবিবা তানহা একই এলাকার প্রবাসী মো. মোর্শেদ আলমের স্ত্রী। তানহা উপজেলার লালানগর ১নং ওয়ার্ড মাস্টার বাড়ি এলাকার মো. সিরাজের মেয়ে। দুই বছর আগে তাদের বিয়ে হয়েছিল।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে সোমবার রাতেই দাফন করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ