বখতিয়ার ফকির বাড়ি তরুণ সংঘের ১৫ তম ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কবর খননকারীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আনিসুল ইসলামের সঞ্চালনায়, সভাপতি এইচ এম এরশাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফতেপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাকের হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা হাফেজ জাফর আহমদ, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ রফিক মুন্সি, সমাজ প্রতিনিধি আবদুল খালেক, মো. ছাবের, হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ, শিক্ষানবিশ আইনজীবী মোহাম্মদ আনিসুল হক প্রমুখ।
এতে বক্তারা বলেন, যারা বিনামূল্যে মানুষের শেষ যাত্রার বাড়ি তৈরিতে এগিয়ে আসেন, তাদেরকে উৎসাহিত করার জন্য এই ধরনের অনুষ্ঠান হলে তারা আরো উদ্বুদ্ধ হবেন। পাশাপাশি তরুণ সংঘের কার্যক্রমকে সাধুবাদ জানান অতিথিরা।
এতে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য মো. ফারুক, মোহাম্মদ ইসমাইল, মো. জুনায়েদ, মো. শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন। পরিশেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও প্রথম পর্যায়ে ৮ জন কবর খননকারীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
তরুণ সংঘের আয়োজন: বিজয়ীদের পুরস্কৃত করলেন প্রধান অতিথি
নিজস্ব প্রতিবেদক