মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগ অছাত্র দিয়ে ছাত্রলীগের কমিটি গঠনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া

সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের নব গঠিত কমিটিতে সভাপতি ছাত্র হলেও সাধারণ সম্পাদকের কোন ছাত্রত্ব নেই বলে অভিযোগ তোলেছেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। শুক্রবার সাতকানিয়া উপজেলাজুড়ে শুধু এই বিতর্ক নিয়ে চলে নানান আলোচনা সমালোচনা।

জানা যায়  ১৪ই মার্চ বৃহস্পতিবার সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো:আলী ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সাক্ষরিত উপজেলার ২টি ইউনিয়ন ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয়া হয়।

একটি ছদাহা ইউনিয়ন ছাত্রলীগ অপরটি সাতকানিয়ার উত্তর ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি। ছদাহা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি নিয়ে উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে কোন বিষোদগার না থাকলেও বিষোদগার শুরু হয়েছে  উত্তর ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি নিয়ে। ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মো:ইমরান উদদীন উচ্চ শিক্ষিত হলেও জামায়াত ঘরানার সন্তান বলে প্রতিবেদককে জানিয়েছেন অনেকে। তবে বোরহান উদদীন দীর্ঘ সময় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় বলেও জানিয়েছেন অনেকেই। অপরদিকে ছাত্রলীগের রাজনীতি করে আসলেও একেবারেই কোন কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে ছাত্রত্ব নেই বলে অভিযোগ ওঠেছে হাসান মুরাদের বিরুদ্ধে।

হাসান মুরাদকেই সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ঢেমশার বিভিন্ন পর্যায়ের নেতা নাম প্রকাশ না করার শর্তে  প্রতিবেদককে কল করে  বিভিন্ন নেতিবাচক মন্তব্য করতে থাকেন। এবং এই দায় সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের নীতিনির্ধারণী ফোরাম এড়াতে পারেননা বলেও নিশ্চিত করেছেন।

এদিকে ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি এবং ছদাহা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি নিয়ে প্রতিবেদকের সাথে কথা হয় সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো:আলীর সাথে।

তখন ছাত্রলীগের সভাপতি মো:আলী  উত্তর ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মুরাদ সম্পর্কে মন্তব্য করতে রাজি না হলেও সভাপতি বোরহান উচ্চ শিক্ষিত বলে মন্তব্য করেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ