শনিবার, ৩০ আগস্ট ২০২৫
spot_img
শিরোনাম

ঢামেক আইসিইউতে নুরুল হক নুর, জ্ঞান ফিরেছে কিন্তু আশঙ্কামুক্ত নন

অনলাইন ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ধীরে ধীরে সুস্থতার পথে। চিকিৎসকরা জানিয়েছেন, নুরের জ্ঞান ফিরে এলেও তিনি এখনও সম্পূর্ণ নিরাপদ অবস্থায় নেই।

শনিবার (৩০ আগস্ট) সকালে নুরের শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে ঢামেকের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. জাহিদ রায়হান এ তথ্য জানান।

এদিকে নুরের চিকিৎসা সুনিশ্চিত করতে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের পক্ষ থেকে ৬ সদস্যের একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজকের মধ্যেই বোর্ড সদস্যরা চিকিৎসা নিয়ে বৈঠক করবেন। তবে চিকিৎসক দলের সদস্যদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

নুরকে দেখতে গিয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, নুরের ডান চোখে রক্ত জমাট বেঁধেছে, যার কারণে তিনি চোখ খুলতে পারছেন না। তিনি ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

অন্যদিকে, গণঅধিকার পরিষদের শীর্ষ সদস্য আবু হানিফ অভিযোগ করেন, গতকালকের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিছু বহিরাগতও জড়িত ছিল। তিনি বলেন, “এই ঘটনার সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা সম্পৃক্ত থাকতে পারে,” এবং দোষীদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ