মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

ঢাবির ছাত্র খালিদ ৫ দিন পর ফিরে এসে শারীরিকভাবে সুস্থ, তবে অজানা রহস্য

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খালিদ ৫ দিন নিখোঁজ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে ফিরে এসেছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় তিনি হলের ভিতরে প্রবেশ করেন এবং পরে তাকে তার কক্ষে নিয়ে যান। শারীরিকভাবে সুস্থ অবস্থায় ফিরলেও, ৪ দিন তিনি কোথায় বা কার সঙ্গে ছিলেন, তা এখনও জানা যায়নি।

গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল থেকে বের হয়ে খালিদ আর ফিরেননি। তার পরিবার বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে বের হয়, কিন্তু ততদিনে তার সন্ধান মেলেনি। খালিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী এবং তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায়।

খালিদ ফিরে আসলেও তার ৫ দিন নিখোঁজ থাকার রহস্য এখনও অমীমাংসিত রয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ