মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু, বাসচালক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় গত শুক্রবার (২৭ ডিসেম্বর) বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পরিবারের চারজনসহ মোট ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় দায়ী ঘাতক বাসচালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আল আমিন শনিবার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক চালক নুরুদ্দিনকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

এর আগে, শুক্রবার সকাল ১১টার দিকে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় দাঁড়িয়ে থাকা এক প্রাইভেট কার ও মোটরসাইকেলকে বাসের ধাক্কায় ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে চারজন প্রাইভেট কারের যাত্রী, যারা হলেন আয়াজ, আমেনা, ইমি ও নিহা। অন্যদিকে, নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন রেশমা আক্তার (২৪) এবং তার সাত বছর বয়সী ছেলে আব্দুল্লাহ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ