শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ: আগামী বছর রাজনৈতিক সরকার আসার সম্ভাবনা

অনলাইন ডেস্ক

আগামী বছর রাজনৈতিক সরকার আসার সম্ভাবনা প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ।

শনিবার সকালে গুলশানের একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর বার্ষিক উন্নয়ন কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা এখন একটি স্বল্পকালীন সরকার আছি, এবং আমার ব্যক্তিগত মতামত হল, আগামী বছর রাজনৈতিক সরকার আসবে। তবে আমি জানি না আসলে কী ঘটবে, তবে আগামী বছরেই আমরা সম্ভবত একটি রাজনৈতিক সরকার দেখতে পাবো।”

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, “বর্তমানে অর্থনৈতিক ও আয়বৈষম্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা খুবই প্রয়োজন, যা এখনও বাংলাদেশের কাছে অনেক দূরে। তবে উন্নত দেশগুলো থেকে পাওয়া সুযোগ-সুবিধা বজায় রাখার বিষয়ে আলোচনা চলছে এবং অনেক দেশ ইতিবাচক সাড়া দিয়েছে।”

এ সময়, বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল বলেন, মধ্যম আয়ের ফাঁদ থেকে মুক্তি পেতে বেশি মনোযোগ দিতে হবে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে, এবং এই উদ্যোগে উদ্যোক্তা তৈরি এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

বিশ্বব্যাংক মনে করে, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। ইন্দরমিত গিল আরও বলেন, “বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে কৌশল গ্রহণ করার পাশাপাশি সেবা ও উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশকে উদ্যোগ নিতে হবে।”

সেমিনারে, বিশ্বব্যাংক আগামীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবেলায় স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজানোর পরামর্শ দিয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ