মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়ার কোনও কারণ নেই: সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত এবং এতে কোনো যুক্তিসঙ্গত বাধা থাকার কথা নয়। শনিবার (৩১ মে) রাজধানীর কাকরাইলের একটি মিলনায়তনে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, দেশে ও বিদেশে এক শ্রেণির ষড়যন্ত্রকারী ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যে ফাটল ধরাতে সক্রিয় হয়ে উঠেছে। তিনি বলেন, “নির্বাসন, নির্যাতন ও কারাবাসের মধ্যেও যারা দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, তাদের এখন দেশদ্রোহী বলে আখ্যা দেওয়া হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিত এসব অপপ্রচার আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে কলঙ্কিত করছে।”

সালাহউদ্দিন বলেন, “যারা নির্বাচন চায়, গণতান্ত্রিক উত্তরণের পক্ষে কথা বলে—তাদেরই আজ বাংলাদেশের শত্রু হিসেবে উপস্থাপন করা হচ্ছে। একটি গোষ্ঠী চায় দেশ বিদেশনির্ভর হয়ে থাকুক। তাই আমাদের দেশদ্রোহী, এমনকি বিদেশি এজেন্ট বানানোর অপচেষ্টা চলছে।”

তিনি আরও জানান, এসব ষড়যন্ত্রে শুধু রাজনীতিকরাই নয়, তাদের সন্তানরাও প্রচারণার অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে। “আমার ওপর চলা নির্যাতনের সবচেয়ে বড় শিকার আমার পরিবার,”—বলেন তিনি।

বিএনপির এই নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, “ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরিয়ে একটি মহল চায় নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করতে। নির্বাচন সামনে থাকলেও সংস্কারের নামে তা পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সংস্কার কমিশন নিজেদের সুবিধামতো প্রস্তাব তুলে ধরছে, কিন্তু সেগুলো জাতিকে মেনে নিতে হবে—এমন ধারণা ভিত্তিহীন।”

তিনি আরও জানান, আগামী ২ তারিখে প্রধান উপদেষ্টা বিএনপিকে আলোচনায় ডাকলেও তিনি নিজেই নির্বাচন নিয়ে দ্বিধায় রয়েছেন। “ডিসেম্বরের বাইরে নির্বাচনে যাওয়ার কোনো কারণ নেই,”—বলেই বক্তব্য শেষ করেন তিনি।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ