বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ডা. শফিকুর রহমান: পড়াশোনা ও রিসার্চে গুরুত্ব দিয়ে দেশ এগিয়ে নিতে হবে

অনলাইন ডেস্ক

বাংলাদেশে সত্যিকারের একটি পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে, এবং এই পরিবর্তন ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশ আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “দেশকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর হলেই দেশ এগিয়ে যাবে।” জামায়াত আমীর আরও বলেন, “ডাক্তাররা চাইলে একটি মানবিক দেশ গড়তে পারে। এজন্য সব পর্যায় থেকে ডাক্তারদের সহায়তা করার আহ্বান জানান তিনি।”

ডা. শফিকুর রহমান বলেন, “পড়াশোনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন ও রিসার্চ ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারে না।” তাই এই দুটি ক্ষেত্রে ডাক্তারদের জোর দেয়ার তাগিদ দিয়েছেন তিনি।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ