বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ডাকাতি হামলায় আহতদের দেখতে হাসপাতালে গেলেন জামায়াত প্রার্থী

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডাকাতের হামলায় আহতদের দেখতে গেলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান তিনি। এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন ও সুস্থতা কামনা করেন। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন বারখাইন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সাদ্দাম হোসেনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝিউরি গ্রামের ডা. রঞ্জিত দত্তের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতদের আক্রমণে তিন পরিবারের ৮ জন আহত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জুয়েল দত্ত (৪৫), বিজয় দত্ত (৪০), তমা দত্ত (১৪), শান্তা দত্ত (৩৫), এবং প্রতিবেশী টিটু (৩৮), উত্তম (২৫), শম্ভু (৬০) ও নিতাই (৫৫) বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ