রবিবার, ৫ অক্টোবর ২০২৫
spot_img
শিরোনাম

ডাকসু নির্বাচনে ভিপি পদে সাদিক কায়েমের বড় জয়

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়েছে। ঘোষিত ফলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে শিবির সমর্থিত সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দীন বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ফল ঘোষণা শুরু হয়, যা চলে প্রায় দেড় ঘণ্টা।

ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪০৪২ ভোট। দ্বিতীয় স্থানে থাকা আবিদুল ইসলাম পেয়েছেন ৫৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩৩৮৯ ভোট, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ৬৬৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩৮৮৩ ভোট।

জিএস পদে ফরহাদ পেয়েছেন ১০৭৯৪ ভোট, শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৫২৮৩, আবু বাকের মজুমদার পেয়েছেন ২১৩১ এবং মেঘমল্লার বসু পেয়েছেন ৪৬৪৫ ভোট।

এজিএস পদে মহিউদ্দীন খান ১১৭৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫০৬৪ ভোট।

চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক মো. জসিম উদ্দিন বলেন, “ডাকসু নির্বাচনে একটি মডেল ভোট সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হওয়ায় আমরা সন্তুষ্ট।”

মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে হলগুলো থেকে ফলাফল ঘোষণা শুরু হয় এবং বুধবার সকাল ৬টার দিকে ফজিলাতুন্নেসা মুজিব হলের ফলাফল ঘোষণার মধ্য দিয়ে প্রক্রিয়া শেষ হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ