রবিবার, ৫ অক্টোবর ২০২৫
spot_img
শিরোনাম

ডাকসুর পাঁচ পদে স্বতন্ত্র প্রার্থীদের জয়

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বাকি পাঁচ পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাবির সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের বাইরে পাঁচটি পদে স্বতন্ত্র প্রার্থীদের জয় এসেছে। সমাজসেবা সম্পাদক পদে যুবাইর বিন নেছারী ৭ হাজার ৬০৮ ভোট পেয়ে বিজয়ী হন। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ৭ হাজার ৭৮২ ভোট পেয়ে জয় পান।

গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ১১ হাজার ৭০৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্বি। এছাড়া সদস্য পদে জয় পেয়েছেন হেমা চাকমা এবং উম্মু উসউয়াতুন রাফিয়া।

ভিপি, জিএস এবং এজিএসসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে বড় ব্যবধানে জয় পেয়েছেন ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। সহ-সভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দীন খান নির্বাচিত হয়েছেন।

ডাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন ভোটার ছিলেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ