বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ট্রেন না পেয়ে রাজশাহী স্টেশনে ভাঙচুর করেছে যাত্রীরা

অনলাইন ডেস্ক

পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারাদেশের মতো রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা। বুধবার (২৮ জানুয়ারি) ভোর থেকে রাজশাহী স্টেশন থেকে কোনো ট্রেন ছাড়েনি। লোকাল, আন্তঃনগর, মেইলসহ সব ধরনের ট্রেন বন্ধ হয়ে গেছে।

ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শত শত যাত্রী। তারা ভোর থেকেই রাজশাহী স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। তবে ট্রেন না পেয়ে একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন যাত্রীরা।

হঠাৎ ট্রেন চলাচল বন্ধে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা সমস্যায় পড়েছেন। রেলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীরা বলেন, রেল কর্তৃপক্ষ আগে থেকেই জানতো তাদের এই কর্মসূচির কথা, তাহলে টিকিট কেন দেয়া হয়েছিল? ট্রেন বন্ধের বিষয়ে কোনো পূর্বনির্দেশনা না দেয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। যাত্রীরা প্রশ্ন করেন, “দাবি আদায়ের জন্য যাত্রী বা সাধারণ নাগরিকদের জিম্মি করাটা কতটুকু যৌক্তিক?”

এদিকে, সকাল থেকেই রাজশাহী রেলস্টেশনে যাত্রী নিরাপত্তাসহ যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। রেল স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, যারা অনলাইনে টিকিট কেটেছেন, তারা অনলাইনে টিকিটের সমমূল্য টাকা ফেরত পাবেন। কোনো প্রকার টাকা কাটা হবে না।

 

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ