বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

“ট্রাম্প: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তুলনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করা সহজ”

অনলাইন ডেস্ক

টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তুলনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করা অনেক সহজ।

ট্রাম্প বলেছেন, তিনি কোনো রক্তপাত চান না এবং সব যুদ্ধ বন্ধ করাই মার্কিন প্রশাসনের লক্ষ্য। তিনি আরও জানান, বিষয়টি বেনিয়ামিন নেতানিয়াহুরও অজানা নয়।

ইসরায়েল এবং ফিলিস্তিন দুটি রাষ্ট্র আলাদা হবে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় কার্যকরী পদক্ষেপই অগ্রাধিকার পাবে। যখন তাকে জিজ্ঞাসা করা হয়, নেতানিয়াহুকে তিনি বিশ্বাস করেন কি না, রিপাবলিকান এই নেতা সাফ উত্তর দেন, “কাউকেই আমি বিশ্বাস করি না।”

তবে, ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ খুব শিগগিরই থেমে যাবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ