শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ট্রাইব্রেকারে পতেঙ্গাকে হারিয়ে ম্যান অব দ্য ম্যাচ আনিস

নিজস্ব প্রতিবেদক

দোহাজারী পৌরসভা খেলোয়াড় সমিতি কর্তৃক আয়োজিত ‘দোহাজারী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয় লাভ করেছে পটিয়া কোলাগাঁও মোহাম্মদ নগর ফুটবল একাডেমি।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার দোহাজারী পৌরসভায় সাঙ্গু নদীর তীরবর্তী মাঠে অনুষ্ঠিত খেলায় মোহাম্মদ নগর ফুটবল একাডেমি ট্রাইব্রেকারে পতেঙ্গা ফুটবল ক্রীড়া চক্রকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলকিপার আনিস।

এর আগে বিকেল ৪টায় বেলুন উড়িয়ে দোহাজারী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বশীর উদ্দিন খান মুরাদ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নাসির উদ্দীন বাবলু, শাহ আলম, সাবেক খেলোয়াড় আসকর খান বাবু, শওকত খান সাকু এবং দোহাজারী ফুটবল খেলোয়াড় সমিতির সদস্যরা।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ