শিশুদের টীকাদানের ইপিআই কার্যক্রমকে ডিজিটাল প্লাটফর্মে রূপান্তরের মাধ্যমে এক বছরের নিচে সকল শিশুকে চিহ্নিত করা এবং আরো অধিকতর কাভারেজের আওতায় নিয়ে আসার লক্ষ্যে টীকাদানে ই-ট্র্যাকার চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
সোমবার নগরীর পেনিনসুলা হোটেলে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
সভায় মেয়র বলেন, ই-ট্র্যাকার চালুর মূল উদ্দেশ্য বিশেষ করে শহর এলাকায় টিকা না পাওয়া বা কম পাওয়া এবং ভাসমান শিশুদের খুঁজে বের করে টিকা কার্যক্রম জোরদার করা। আমরা টীকাদানকে শতভাগে নিয়ে যেতে চাই।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইপিআই কার্যক্রম অধিকতর জোরদারকরণের লক্ষ্যে SMART HEALTH BD এ্যাপ-এর মাধ্যমে ইপিআই E-Tracker এর কার্যক্রম ০১ জানুয়ারী ২০২৪ খ্রিঃ থেকে পরিচালিত হচ্ছে। এছাড়া ২০ এপ্রিল ২০২৪ খ্রি: থেকে GIS-Based Online Microplanning & Reporting ইপিআই কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা হয়েছে।
এ কার্যক্রমে ইতোমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩ হাজার শিশুকে SMART HEALTH BD এ্যাপ-এর মাধ্যমে নিবন্ধন করা হয়েছে।
সোমবার এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
সভায় আরো বক্তব্য রাখেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, ইউনিসেফ বাংলাদেশের প্রধান মায়া ভেন্ডেন্যান্ট, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা।