শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

টাঙ্গাইলের সাবেক এমপি পিন্টুর ১৭ বছরের কারাজীবনের অবসান

অনলাইন ডেস্ক

১৭ বছর কারাভোগের পর বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। সকাল ১১টার পর কারাগারের সকল আনুষ্ঠানিকতা শেষ করে তাকে মুক্তি দেওয়া হয়।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ২০০৮ সালের জানুয়ারিতে গ্রেফতার হওয়া আব্দুস সালাম পিন্টু এতদিন কারাগারে ছিলেন। মামলায় তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার মুক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়।

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আব্দুস সালাম পিন্টু বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পরিকল্পনা করেছেন। পরে তিনি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ