চন্দনাইশ পৌরসভার দক্ষিণ হারলা এলাকায় ধানী জমিতে স্কেভেটর দিয়ে মাটি কাটার খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
গতকাল (৮ জানুয়ারি) বিকেলে পৌরসভার দক্ষিণ হারলা এলাকায় অবৈধভাবে ধানী জমির টপসয়েল কেটে নেওয়ার সংবাদে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে মাটি কাটার কোনো লোকজন পাওয়া না গেলেও ঘটনাস্থল থেকে স্কেভেটরটি জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার সঙ্গে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার পুলিশ এবং ভূমি অফিসের কর্মচারীরা।