শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

জোরারগঞ্জ সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় ওরিস সিগারেট জব্দ

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী রহমতপুর এলাকা থেকে অবৈধ পথে আনা ৪০০ কার্টন ভারতীয় ওরিস সিগারেট জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি।

গতকাল শনিবার (১ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ৪৩ বিজিবির আওতাধীন কয়লারমুখ বিওপিতে কর্মরত নায়েক সুবেদার মো. ইবনে মিজানের নেতৃত্বে একটি টহল দল রহমতপুর এলাকা থেকে মালিকবিহীন ৪০০ কার্টন ভারতীয় ওরিস সিগারেট জব্দ করে। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত সিগারেট পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, অধীনস্ত এলাকায় যেকোনো মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ