বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
spot_img
শিরোনাম

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সীতাকুণ্ডে বিএনপির বিজয় র‍্যালি

মোঃ জাহাঙ্গীর আলম, সীতাকুণ্ড প্রতিনিধি, চট্টগ্রাম।

সীতাকুণ্ড বিএনপির আনন্দ মিছিল ও কোটা সংস্কারের টানা ৩৬ দিনের আত্মপ্রকাশ আন্দোলন থেকে দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থানে রূপ, রক্তাক্ত জুলাই বদলে দিয়েছে এই ভূখণ্ডের ইতিহাস ছাত্র জনতার রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। জুলাই গণঅভ্যুত্থানের পয়লা বর্ষপূর্তি ৫ই আগস্ট সীতাকুণ্ড উপজেলা/পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মহিউদ্দিনের সঞ্চালনায় সমাবেশ, বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। বিজয় র‍্যালি সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ ছাড়িয়ে সীতাকুণ্ড উত্তর বাইপাস, দক্ষিণ বাইপাস, উপজেলা হাসপাতাল পর্যন্ত জনসমুদ্রে পরিণত হয়।

আওয়ামী লীগের দীর্ঘ স্বৈরাচারী গণঅভ্যুত্থানের এই অভ্যুত্থানে সারা দেশের নাগরিক শক্তির এক দুঃসাহসী ঐক্য গড়ে ওঠে, গাড়ে চেপে বসা শেখ হাসিনার দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন করে।

গত ২০২৪ সালের জুলাই মাসটা যেন ইতিহাসের পৃষ্ঠায় উৎকীর্ণ এক দাবানল বিস্ফোরিত অধ্যায়। জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের আত্মপরিচয়, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার ১৭ বছরের সংগ্রামের মাইলফলক। ফ্যাসিবাদ পতনের গহিন থেকে উদিত হয় এক নতুন সূর্য।

প্রধান অতিথি বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিএনপির সাথী উদয় কুসুম বড়ুয়া, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর ও সদস্য সচিব কাজী মহিউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ইউসুফ নিজামী ও জহুরুল আলম জহুর, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি জয়নাল আবেদীন দুলাল, দিদারুল ইসলাম মাহমুদ, মোজাহের উদ্দিন আশরাফ, আরঙ্গজেব মোস্তফা, শহিদুল্লাহ, মুজাহির ইসলাম প্রমুখ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ