বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

জালভোট এবং বিক্ষিপ্ত ঘটনায় শেষ হলো ফটিকছড়ির দুই ইউপি নির্বাচন, নানুপুরে রওশন খিরামে সৌরভ নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

সারা দেশের ন্যায় আজ চট্টগ্রামের   ফটিকছড়ির খিরাম ও নানুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট এবং বিক্ষিপ্ত ঘটনায়  ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নানপুর ইউপিতে বেসরকারি ভাবে  চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নুরুন্নবী রওশন এবং খিরাম ইউপিতে বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসাইন সৌরভ।

চেয়ারম্যান পদে ৭ জন  সংরক্ষিত আসনে ৮ জন করে ১৬ জন এবং সাধারণ সদস্য পদে নানুপুরে ২৯ জন, খিরামে ২৩ জন সহ সর্বমোট ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।

শনিবার   (৯ মার্চ ) সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

খিরাম ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বৈদ্যুতিক পাখা প্রতীকের প্রার্থী জমিল হোসেন ও ফুটবল প্রতীকের প্রার্থী নুরুল হুদার কর্মী-সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানায় প্রিজাইডিং কর্মকর্তা মঞ্জুর আলম।

এছাড়া নানপুর ইউপির ঢালকাটা কেন্দ্রে জাল ভোট প্রদানকালে নানুপুর ইউপির ঢালকাটা গ্রামের  আবুল বশরের ছেলে মোঃ পারভেজ( ৩৬), জাকির হোসেনের ছেলে জালাল উদ্দীন রনি (২১),আলা উদ্দিন বাবু (৩০), সফি মিস্ত্রির ছেলে ওবায়দুল়াহ (২৪) সহ

৪ জনকে ৭ দিনের কারাদন্ড প্রদান করে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন।

নানপুর ইউপিতে নুরুন্নবী রওশন ৭১৫২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউল আযম পেয়েছেন ৪৬৭২  ভোট। অন্যদিকে খিরাম ইউপিতে  ২৬৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসাইন সৌরভ, শহিদুল আলম পেয়েছেন ১৯৫৬ ভোট এবং মোহাম্মদ হাসান পেয়েছেন ১০৩৬ ভোট।

উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরা বলেন, নানপুর ইউপিতে মোট ভোটার সংখ্যা ছিল ২২ হাজার ৫ শত ১৪ জন।  এতে পুরুষ ভোটার ছিল  ১১ হাজার ৬ শত ৬৫ জন,মহিলা ভোটার ছিল ১০ হাজার ৮ শত ৪৯ জন। এছাড়া খিরাম ইউপিতে মোট ভোটার সংখ্যা ছিল ৮ হাজার ৯ শত ৫৫ জন। এতে পুরুষ ভোটার ছিল ৪ হাজার ৭ শত ১ জন,মহিলা ভোটার ছিল ৪ হাজার ২ শত ৫৪ জন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ