রবিবার, ২৭ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

জার্মানির ম্যানহেইম শহরে দ্রুতগতির গাড়ির আঘাতে নিহত ২, আহত ২৫

অনলাইন ডেস্ক

জার্মানির পশ্চিমাঞ্চলীয় ম্যানহেইম শহরের ব্যস্ত এলাকায় দ্রুতগতির একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়লে অন্তত একজন নিহত এবং আরও একজন নিহত হওয়ার আশঙ্কা রয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

স্থানীয় পুলিশ জানায়, সোমবার (৩ মার্চ) স্থানীয় সময় ঘটনাটি ঘটে। এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার স্থলে বহু মানুষ মাটিতে পড়ে থাকতে দেখা গেছে এবং দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চেতনা ফেরানো হয়।

এ ঘটনায় ড্রাইভার ইচ্ছাকৃতভাবে গাড়ি চালিয়ে ছিলেন কিনা, কিংবা জার্মানির কার্নিভাল উদযাপনের সাথে এই ঘটনার সম্পর্ক রয়েছে কিনা, তা এখনো পরিষ্কার হয়নি। গত ডিসেম্বরে দেশটির ম্যাগডেবুর্গে এবং গত মাসে মিউনিখে জনতার উপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। ২০২৪ সালের মে মাসে ম্যানহেইমে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছিল।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ