চট্টগ্রামের কর্ণফুলীতে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্পের উদ্বোধন করেছে কর্ণফুলী উপজেলা বিএনপি। এ সময় প্রায় দুই শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নতে খৎনা করানো হয়।
১৮ ডিসেম্বর, বুধবার কর্ণফুলী উপজেলার জামালপাড়া সাউথ চট্টগ্রাম হসপিটালে এ খৎনা ক্যাম্পের উদ্বোধন করেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মামুন মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে এস এম মামুন মিয়া বলেন, “আমার দীর্ঘদিনের স্বপ্ন, মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারি। মানব সেবাই মানুষের বড় ধর্ম হওয়া উচিত। কর্ণফুলী উপজেলা বিএনপির এই মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। বিএনপি বিগত দিনেও সাধারণ জনগণের জন্য কাজ করেছে এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করবে ইনশাআল্লাহ।”
তিনি সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে দলের প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মো. ওসমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সাবেক সভাপতি এহসান এ খাঁন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক গিয়াস উদ্দীন ফয়সাল, আব্দুল গফুর মেম্বার, আব্দুল কাদের, জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দীন সবুজ, উপজেলা বিএনপির সদস্য এজাবত উল্লাহ, সালেহ্ জহুর, ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস হায়দার, কাজী মাইনুদ্দীন টিপু, শেখ আহম্মদ, এটিএম হানিফ, সাধারণ সম্পাদক আবু তাহের, সেলিম খাঁন, এস এম ফারুক হোসাইন, মনির উদ্দীন মুন্সি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মাঈন উদ্দীন মনির, জুলধা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওয়াসিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহেদ শামীম, যুগ্ম-আহ্বায়ক মো. শাহজাহান জুয়েল, কৃষক দলের আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম-আহ্বায়ক মো. ফোরকান, বিএনপির আব্দুল করিম, মতিউর রহমান, নুরুন্নবী, মুহাম্মদ নুর, আব্দুন নুর, শফিকুল হায়দার মন্টু, যুবদল নেতা জাহেদ লিটন, শাহজাদা মহিউদ্দিন, ছাত্রদল নেতা রিফাত আহম্মেদ, শাখাওয়াত হোসেন মিশু, নুরুল ইসলাম আসিফ, আরিফুল ইসলাম, আলী লিয়াকত, যুবদল নেতা মান্না, নয়ন, জুলধা শ্রমিক দলের সদস্য আবুল কাশেম, শ্রমিক দল নেতা ওসমান প্রমুখ।