শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
spot_img
শিরোনাম

জাতীয় মৎস্য সপ্তাহে চন্দনাইশে র‍্যালি ও আলোচনা সভা

আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় চন্দনাইশে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫। এ উপলক্ষে আজ ১৮ আগস্ট সকালে উপজেলা চত্বরে র‍্যালি শেষে অডিটোরিয়াম হলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌস আক্তার, নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন, চন্দনাইশ থানার উপ–পরিদর্শক রাকিব হাসান প্রমুখ।

এই সময় বক্তারা বলেন, বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ। মাছই হতে পারে বাংলাদেশের দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনের খাত। মৎস্য খাতের বহুমুখী কর্মকাণ্ডকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে সরকার এ সেক্টরের উন্নয়নে কাজ করে যাচ্ছে। মৎস্য চাষ ও সংরক্ষণ কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ