বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে মেয়র শাহাদাতের রেল সংস্কার দাবি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মাটিতে সিআরবি চত্বরে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

আজ বুধবার, ১৮ ডিসেম্বর সকাল ১০টায় জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল সিআরবি চত্বরে এক মহা সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের সভাপতি রফিকুল ইসলাম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা ডাঃ শাহাদাত হোসেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সাধারণ সম্পাদক এডভোকেট এম আর মনজু।

প্রধান অতিথির বক্তৃতায় ডাঃ শাহাদাত বলেন, “আগামী নির্বাচনে জয়ের লক্ষ্যে নেতাকর্মীদের সাধারণ জনগণের সঙ্গে সুন্দর আচার-ব্যবহার দিয়ে তাদের মনে জায়গা করে নিতে হবে। ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। তারা রেলকে ধ্বংস করে দিয়েছে।”
তিনি রেলওয়ের সংস্করণের জন্য ৭ দফা দাবি তুলে ধরেন।

সাধারণ সম্পাদক এম আর মনজু বলেন, “৫ আগস্টের আগে যারা শ্রমিক দলের সঙ্গে ছিল, তাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। ফ্যাসিস্ট সরকার রেলওয়ের উন্নয়ন না করে উল্টো রেলকে বিপদের মুখে ঠেলে দিয়েছে।”

সমাবেশে বক্তব্য রাখেন,বিশেষ অতিথি জনাব আবুল হোসেন বক্কর, সাবেক সদস্য সচিব, চট্টগ্রাম মহানগর বিএনপি। বিশেষ অতিথি জনাব শফিকুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি।

উপস্থিত নেতাকর্মীরা ছিলেন, হেলাল হোসেন হেলাল, সাবেক সভাপতি, খুলশি থানা যুবদল, মোঃ শাহাবুদ্দিন, রেলওয়ে শ্রমিক দল প্রচার সম্পাদক, জহিরুল ইসলাম, সহ-সভাপতি, মোঃ কামাল হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মারুফ, বিভাগীয় সমন্বয়ক মনির আহমদ, জিয়াউর রহমান সিআরবি শাখার সভাপতি আবুল কালাম, সম্পাদক কাউসার হোসেন ষোলশহর শাখার সাধারণ সম্পাদক মোঃ মনছুর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আজম জেটি শাখার সভাপতি সাবের, সম্পাদক সুমন কারখানা শাখার সভাপতি ইউসুফ রশিদী, সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল লতিফ ডি আর এম শাখার সভাপতি আব্দুল মালেক সিসিএস শাখার সম্পাদক কামাল ডিজেল শপ শাখার সভাপতি রুবেল হোসেন, সম্পাদক সাদ্দাম হোসেন মহানগর শাখার সম্পাদক ফিরোজ ওপেন লাইন শাখার ভারপ্রাপ্ত সম্পাদক সাখাওয়াত হোসেন ষোলশহর শাখার গেইটকিপার সভাপতি জাবেদুল হক মোঃ ইলিয়াস নবী বাদশা কদমতলী শাখার সভাপতি সোহান, সম্পাদক আওয়াল নিউ স্টোর ডিপো শাখার সভাপতি মোহাম্মদ আবু তালেব বাদক আরিফুর রহমান প্রমুখ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ