বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ছনহরা ধাউর ডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন রাসেল

অনলাইন ডেস্ক

পটিয়ার ছনহরা ধাউরডেঙ্গা সারদাচরণ উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদের নির্বাচনে মামুনুর রশীদ রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।

রবিবার (৩ মার্চ) বিকেলে বিদ্যালয় অফিস কক্ষে সভাপতি পদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অন্য কোনো প্রার্থী না থাকায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন পরিচালনা কমিটির  প্রিজাইডিং অফিসার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে আ: লীগ নেতা মামুনুর রশীদ রাসেলকে বিজয়ী ঘোষণা করেন। তিনি প্রথমবারের মত সভাপতি নির্বাচিত হন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন,অন্য কোনো প্রার্থী না থাকায় মামুনুর রশীদ রাসেলকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি আগামী দুই বছরের জন্য বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

নব নির্বাচিত সভাপতি মামুনুর রশীদ রাসেল বলেন, উপজেলার ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে তিনি সবাইকে নিয়ে একসাথে কাজ করবেন। বিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ফিরিয়ে আনতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।

মামুনুর রশীদ রাসেল উপজেলার ছনহরা ইউনিয়নের আলামদার পাড়া এলাকার মরহুম বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান মাস্টার সামশুল আলম আলমদারের জৈষ্ঠ্য পুত্র। তিনি চট্টগ্রাম সমিতি ঢাকার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ