বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চৌদ্দগ্রামের নাশকতা মামলায় খালেদা জিয়া অব্যাহতি পেলেন

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার (২২ জানুয়ারি) কুমিল্লা আদালতের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন।

এটি ঘটে গত সোমবার, যখন কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা জেসমিন নাশকতার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এই মামলাটি থেকে খালেদা জিয়াকে অব্যাহতি দেন।

অ্যাডভোকেট কাইমুল হক জানান, ২০১৫ সালের ২৫ জানুয়ারি চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় পুলিশ নাশকতার মামলা দায়ের করে। ওই মামলায় খালেদা জিয়া ছিলেন ৩২ নম্বর আসামি। তবে সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় আদালত তাকে অব্যাহতি দিয়েছেন।

তিনি আরও বলেন, মামলার এজাহারে ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ থাকলেও চার্জশিটে ৪২ জনের নাম উল্লেখ করা হয়। এর মধ্যে ৩৬ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বাকী ৬ জনের বিষয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে, যা পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ