রবিবার, ৩১ আগস্ট ২০২৫
spot_img
শিরোনাম

চুরির ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অভিযোগ, তদন্ত চলছে

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি ইলেকট্রিক্যাল গ্যারেজে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অভিনব কায়দায় বিশেষ পদার্থ ব্যবহার করে গ্যারেজের তালা ভেঙে প্রায় দশ লাখ টাকার মূল্যবান মালামাল চোরের দল নিয়ে যায়। গতকাল শনিবার এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের পূর্ব নতুনপাড়া এলাকায় গত শুক্রবার রাতে আব্দুল সবুর বাচ্চু মিস্ত্রীর একটি ইলেকট্রিক্যাল গ্যারেজের তালা ভেঙে মূল্যবান মালামাল লুট করা হয়। জনৈক আব্দুল সবুর বাচ্চু মিস্ত্রী বলেন, বাস, ট্রাক, জীপ ও মাইক্রো সহ বিভিন্ন পরিবহনের নতুন ও পুরাতন মূল্যবান যন্ত্রাংশ গ্যারেজে রাখা হয়। চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ