বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চা উৎপাদনে মুগ্ধতা ছড়াচ্ছে বাঁশখালীর বেলগাঁও চা বাগান

নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে অবস্থিত চাঁদপুর-বেলগাঁও চা বাগান। পূর্ব পুকুরিয়ার চাঁদপুরের পাহাড়ি এলাকার ৩ হাজার ৪৭২.৫৩ একর জায়গা জুড়ে অবস্থিত বেলগাঁও  চা  বাগানটি  বর্তমানে    বাংলাদেশে

মানসম্মত চা উৎপাদনে শীর্ষে পাঁচে অবস্থান করছে। পাতার ভাল কোয়ালিটি, গুণগতমান, পুষ্টিগুণসহ ভালো দামের জন্য বেশ সুনাম রয়েছে সিটি গ্রুপের মালিকানাধীন এই চা বাগান’টির। চা ছাড়াও দৃষ্টিনন্দন স্পট হিসেবে পর্যটকের চাহিদার শীর্ষে এই বাগান। অনেক দূর দুরন্ত  থেকে আগত  শত শত পর্যটকে মুখরিত থাকে এই বাগানটি। চির সবুজের বিশাল বিচরণ ক্ষেত্র এই চা-বাগানটি দেশের অর্থনীতিতে যেমন ভূমিকা রেখে যাচ্ছে। তেমনি পর্যটকের কাছে দর্শনীয় স্পটের জায়গা হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে।

বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন চাঁদপুরে ৩ হাজার ৪৭২.৫৩ একর জায়গা জুড়ে অবস্থিত এই চা বাগানটি ঘুরে দেখা যায়। চারদিকে উঁচু-নিচু ও ঢালু পাহাড় জুড়ে সারি সারি চা-গাছ। বর্ষার বৃষ্টির ছোঁয়া পেলেই হিমেল হাওয়ায় গাছ গুলোতে গজাতে শুরু করে কচিপাতা। এতে খুব অল্প সময়ে সবুজে অপূর্ব হয়ে উঠে বাগানের সৌন্দর্য। এসময়

বাগানটির পরিচর্যায় ব্যস্ত সময় পার করে  শ্রমিকরা। তাদের অনেকেই গাছের বীজতলা পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে ব্যস্ত।

অন্যদিকে চাঁদপুর-বেলগাঁও চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে চলছে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান। পাঠদান বিরতির সময় বিদ্যালয় সংলগ্ন খোলা মাঠে আপন মনে খেলছে শিক্ষার্থীরা। কচি শিশুদের চেঁচামেচিতে মুখরিত থাকে বিদ্যালয় প্রাঙ্গণ। কারন বিদ্যালয়ে চলছে লাঞ্চ বিরতি। অনেকে আবার খাবার বিরতিতে খেলছে আপন মনে। অপরদিকে বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকরা নানা অঙ্গ- ভঙ্গিময় ছবি তুলতে ব্যস্ত। অনেক পর্যটক ঘুরে দেখছেন পুরো বাগান।আবার চলছে ছোট-কাটো পিকনিকও।

বিভিন্ন তথ্য মতে জানা যায়, ১৯১২ সালে বাগান টি প্রতিষ্ঠিত হয়। বৃটিশ আমলে ভারতের কুণ্ডু কোম্পানি এই বাগানের কাজ শুরু করে। তবে রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় যে, লট চাঁদপুর ও লট হল নামে দুটি লটে বিভক্ত চাঁদপুর-বেলগাঁও চা বাগানটি ১৯৪৭ সালে দেশ বিভক্তির পর থেকে মালিকানা অব্যবস্থাপনার সম্মুখীন হয়।এতে ক্রমান্বয়ে চা বাগানের অধিকাংশ জমি স্থানীয় অধিবাসীদের অবৈধ দখলে চলে যায়। পরবর্তীতে বাগানটি বেশ কয়েক বছর পরিত্যক্ত ছিল।

এরপর ১৯৮৫ সালে আবার চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্বকে) মাধ্যমে চা-বোর্ড প্রায় ৮ (আট) একর জমির উপর চা-চাষ শুরু করে। অতপর মাত্র ৮ (আট) একর চা-বাগানটি বাংলাদেশ চা-বোর্ড ১৯৯২ সালে মে মাসের ৫ তারিখে স্বাক্ষরিত চুক্তিপত্র অনুযায়ী চাঁদপুর বেলগাঁও চা-বাগানটি ব্যবস্থাপনার জন্য জনাব রাগীব আলীর স্বত্বাধিকারী ব্রাক কোম্পানীর নিকট হস্তান্তর করেন। বর্তমানে এই চা-বাগানটি সিটি গ্রুপের মালিকাধীন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ