চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা বাজারে চাঁদা না দেওয়ায় বখতিয়ার (৪১) নামে এক যুবককে পিটিয়ে জখম করেছে এক শ্রেণির কয়েকজন ভূমিদস্যু।
গত ২৭ জানুয়ারি (সোমবার) দুপুরে দাঁতমারা বাজারের ব্যবসায়ী শফিউল আজমের অফিসের সামনে এই ঘটনা ঘটে। এই সময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহত বখতিয়ার দাঁতমারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর দাঁতমারা এলাকার মৃত মোঃ মিয়ার সন্তান। তিনি দাঁতমারা বাজারের একজন ব্যবসায়ী।
জানা যায়, ওই এলাকার ভূমিদস্যু শাহিন, মাসুদ, রবিউল হোসেন ও মুসা, কিছু দিন আগে বখতিয়ারকে আওয়ামী লীগের দালাল উপাধি দিয়ে ৫০,০০০ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় অভিযুক্ত আসামিরা এবং আরও ৪-৫ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দাঁতমারা বাজারে দর বখতিয়ারকে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করে।
আহত বখতিয়ার এর ভাই আজিম বলেন, “এই ঘটনার পর আমরা আজ ২৮ জানুয়ারি (মঙ্গলবার) চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেছি। আমরা আশা করছি, আমাদের ভাইয়ের সুস্থতার জন্য তদন্ত পূর্বক বিচার হবে।”
আইনজীবী গোলাম ফারুক জানান, “বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য ভুজপুর থানাকে দায়িত্ব দিয়েছে।”